রাজারবাগ পুলিশ লাইনসের পুরোনো জিনিসপত্র রাখার গুদাম থেকে আনুমানিক রাত আড়াই টার দিকে আগুন ধরে যায়। খবর পেয়ে অতি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ১১ টা ইউনিট আসে এবং তাদের প্রচেষ্টা মোটামুটি এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখন প্রায় রাত ৩ টা ৩০ মিনিট। রাজারবাগ উক্ত পুলিশ লাইনসে যে পুরোনো গুদাম ছিলো তার পাশেই ছিল অস্রাগার। তবে অস্রাগারে আগুন পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে আসে এবং অস্তরাগার রক্ষা পায়। সে স্থানে অস্রাগারের পাশেই ছিল পুলিশ সদস্যদের ব্যারাক। যেখানে তখন অনেক পুলিশ সদস্য ঘুমানো অবস্থায় অবস্থান করছিলো। আগুন নিয়ন্ত্রণে আনতে আরেকটু দেরি হলেই অস্রাগার এবং পুলিশ সদস্যসহ আগুনে ক্ষতির আশঙ্কা ছিলো।
কর্তব্যরত অফিসার কামরুল হাসান জানান, রোববার রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে অতি তাড়াতাড়ি আমাদের ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তাদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, এলাকাটি সংবেদনশীল হওয়ার কমিটি গঠন করা হবে এবং তাতের রিপোর্টের পরপরই আগুন লাগার কারণ জানা যাবে।
আগুন লাগায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।