গতকাল একই হাসপাতালের জরুরি অবস্থাতেই ভর্তি না হয়ে মারা যান, হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড -১৯ ছাড়পত্রের প্রমাণপত্র না থাকার কারণে ভর্তি করাতে অস্বীকার জানায়।
২২ বছর বয়সী হাবিবা সুলতানার ১০ ই জুন ব্রেন স্ট্রোক হয়েছিল এবং তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সসে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে তার অবস্থার অবনতি ঘটে এবং চিকিত্সকরা পরিবারকে অবহিত করেন যে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বিছানা নিতে হবে।
পরিবারের লোকজন তাকে করোনা টেস্ট করালে টেস্টের ফলাফল নেগেটিভ আছে তারপরও তাকে আইসিইউতে নিতে দেওয়া হয়নি শুধুমাত্র ইমার্জেন্সি বিভাগের সাধারণ চিকিত্সা দেয়া হয়েছে। যখন তার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল তখন পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি আইসিওতে নেওয়ার জন্য অনেক আবেদন জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন সাড়া না পেয়ে এবং রোগীর অবস্থার অবনতি যাচ্ছিল বিদায় রোগীর পরিবার বাধ্য হয়ে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহযোগিতায় চায়।পুলিশ ঘটনাস্থলে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক আইসিওতে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আইসিওতে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
পরিবারের পক্ষ থেকে বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২ ঘন্টা আকুতি-মিনতি করার সময় রোগীর অবস্থার অবনতি ঘটায় তার মৃত্যু ঘটে।
Source: The Daily Star