কর্মসূচীর ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ ১৩ জুন, ২০২০ রোজ (শনিবার)নাগরিক ঢাকা এর আয়োজনে বাড্ডা থানায় চারা রোপণ ও বিতরন অনুষ্ঠানে নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেনঃ
১) জনাব আলহাজ্ব শেখ সেলিম, কাউন্সিলর – ৩৮নং ওয়ার্ড বাড্ডা থানা। ২) নীলুফার ইয়াসমিন ইতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর – ৩৮, ৩৯, ৪০ নং ওয়ার্ড বাড্ডা থানা। ৩) আলহাজ্ব আব্দুস ছামাদ, সহ সভাপতি – বাড্ডা থানা আওয়ামী লীগ। ৪) জনাব আব্দুল্লাহ আল মামুন, সভাপতি – নাগরিক ঢাকা, বাড্ডা থানা ও প্রতিষ্ঠাতা – নীলাচল স্কুল এন্ড কলেজ । ৫) জনাব আলহাজ্ব আবু তাহের, সহ সভাপতি – ঢাকা মহানগর উত্তর যুবলীগ। ৬) জনাব মোঃ খালিদ হোসেন, সাধারণ সম্পাদক – নাগরিক ঢাকা, বাড্ডা থানা এবং নাগরিক ঢাকা, বাড্ডা থানার সদস্যবৃন্দ আরও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বছর ব্যাপী চলবে এই কর্মসূচি জানালেন আব্দুল্লাহ আল মামুন, সভাপতি – নাগরিক ঢাকা, বাড্ডা থানা ও প্রতিষ্ঠাতা – নীলাচল স্কুল এন্ড কলেজ।