গাজীপুর কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি মোঃ আব্দুর রশিদকে পারিবারিক ও রাজনৈতিক জের ধরে মঙ্গলবার(৫ মে) দুপুর ১২ টায় কালিহাশির মোড়ে সুমনের দোকানের সামনে যুবলীগ নেতা আব্দুর রশিদকে মারধরের ঘটনা ঘটে।
ঐ সময় দোকানদার সুমনের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মারাত্বক জখম অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
পরে ওই ঘটনাকে কেন্দ্র করে একই দিন বিকাল ৫ টায় তার ছোট ভাই মসজিদের ইমাম আব্দুল আউয়ালকে মসজিদ থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়বার সংঘর্ষের ঘটনা ঘটলে পরে ওই যুবলীগ নেতা আব্দুর রশিদ বাদী হয়ে কালীগন্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ঐ ঘটনায় অভিযুক্ত বিবাদীরা হলেন- হাবিবুল্লাহ(৪৬), আজিজুল্লাহ( ৪২), আব্দুল্লাহ( ৪৮), ওবায়দুল( ৪০) উভয়ের পিতাঃ মৃতঃ আঃ আউয়াল, ইব্রাহীম( ৩০),ইমরান(২৮),ইউসুফ(২৬)উভয়ের পিতাঃ এনামুল হক কবির, এনামুল হক কবির (৬০) পিতাঃ মৃতঃ আয়েত আলী, বাবু(২২) পিতাঃ মোঃ তাপস, ফারুক (৩৫), মোতালেব( ৩৮), সুমন (২৫) উভয়ের পিতাঃ বোরহান, রিফাত, পিতাঃ টিয়া, সানোয়ার, পিতাঃ মৃতঃ সামেজুদ্দীন, বখতিয়ার(৫০)পিতাঃ মৃতঃ আফু।
উভয়ের বাড়ি উপজেলার মোক্তারপুর গ্রামে।
কালিগন্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে “।