ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিমুদ্দিনের সংবাদ যমুনা টেলিভিশনে প্রচারের পর দেশরত্ন শেখ হাসিনার নজরে আসে। কপাল খুলে যায় নাজিমুদ্দিনের মত হতদরিদ্রদের! যদিও তিনি এই আশায় দান করেননি অসহায় মানুষদের জন্য। তার ছোট্ট দানে আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তার জন্য বরাদ্ধ হয় একগুচ্ছ উপহার । তার মধ্যে এক খন্ড জমি, সেই জমিতে পাকা বাড়ি, আজীবন ফ্রি চিকিৎসা সেবা এবং ভিক্ষা করে যাতে না চলতে হয় সেজন্য একটি দোকান।
আজ ডিসি অফিসে ডেকে নাজিমুদ্দিনের হাতে এ সংক্রান্ত কাগজ পত্র তুলে দেয়া হয়।