1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
খোশবাস বার্তা

সিএনজি চালকের গায়ে হাত তুললেন যাত্রী

সাহেজুল ইসলাম(চট্রগ্রাম)
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ১৫৬৯ বার পঠিত

বামন সুন্দর দারোগার হাট থেকে সুফিয়া বাজার এরিয়ায় এক সিএনজি চালক এর গায়ে হাত তুললেন এক যাত্রী।

আজ ৩ আগস্ট ২০২০ এ মীরসরাইয়ে বামন সুন্দর দারোঘার হাট এবং সুফিয়া বাজারের মাঝামাঝি এলাকায় এক যাত্রী মঞ্জুর(৩০) নামক সিএনজি চালকের গায়ে হাত তুলেন।

হাত তোলা যাত্রীর দাবী ছিল মঞ্জুর তার কাছে গাড়ী ভাড়া ৫ টাকা বেশি চাইছে এবং ব্যবহার খারাপ করছে।
চালকের দাবী, সব ড্রাইভার কম বেশি আজকে ঈদ উপলক্ষে ৫ টাকা করে ভাড়া অতিরিক্ত নিচ্ছে। তাই আমিও চাইলাম। কিন্তু উনি আমাকে ভাড়া অতিরিক্ত টা দে নাই তবুও আমাকে প্রথমে মারছে হাতে থাকা তার দিয়ে। এবং পরপরই যখন আমি সিএনজি থেকে বাহিরে আসি তখন আমাকে আবারো মারধর করে এবং স্থান গত প্রভাব দেখান।

ততক্ষণে সে স্থানে প্রচুর মানুষ জড় হয়ে যায়। মানুষ গুলোর জিজ্ঞাসাবাদে সে একই সিএনজির অন্য আরেক যাত্রী সিএনজি চালকের পক্ষ নিয়ে যাত্রীর অপরাধ অতিরিক্ত বলেন।

এতে পরে সে সিএনজি চালক জানান, তিনি উক্ত এলাকার চালক সমিতির সাহায্য নিবেন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417