বেলা বাড়তে বাড়তে জমে উঠেছে মীরসরাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ গরুর হাট সাহেরখালী ভোরের বাজার। এ বাজারেটি সম্পূর্ণ টা রাস্তার উপর অবস্থিত। প্রতিটা বাজারের মতো এখানেও বাজার কমিটি থেকে ভাগ করে দিয়েছে কোন পাশে গরু, কোন পাশে মহিষ, কোন পাশে ছাগল থাকবে। সাহেরখালী ভোরের বাজারে গরুর সর্বোচ্চ পাঁচটা দাম ১ লক্ষ ১৭ হাজার, ১ লক্ষ ৫ হাজার, ৯৪ হাজার, ৯০ হাজার এবং ৮৬ হাজার। এখানে প্রতি হাজারে ৫০ টাকা করে বাট্টা প্রদান কতে হয়।
এ বাজারে একজন গরু বিক্রেতা জনাব মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, মোটামুটি গরু ক্রয়বিক্রয় হচ্ছে। আর আজকের পর এখানে আরো একটা বাজার আছে যেটা আগামী বৃহস্পতিবার । যার কারণে আজকে ক্রয়বিক্রয়ের কাজ কমও হতে পারে।
কয়েকজন গরু বিক্রেতার থেকে জানা যায়, তারা এ বাজার এর কমিটির প্রতি সন্তুষ্ট। তারা আরো জানান এ বাজারের প্রত্যেকটা প্রবেশ পথে মাস্ক নিয়ে কমিটি থেকে কিছু সংখ্যক লোক নিয়মিত বিতরণ করে যাচ্ছে সল্প মুল্যে।
বেশ কিছুক্ষণ পুলিশও মাস্ক ব্যবহারের প্রচারণা করেছেন এ বাজারে।