করোনা ভাইরাসে চট্টগ্রাম পরিস্থিতি দিনে দিনে আতঙ্ক বেড়েই চলছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৩ হাজার ৬৫ জন। আর চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাস পজিটিভ হয়ে মোট মৃত্যু সংখ্যা ২২৫ জন। আক্রান্তদের মধ্যে বাড়িতে এবং হাসপাতালে মিলিয়ে মোট আইসোলেশনে থেকে ৭ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন।
চট্টগ্রামে শেষ ২৪ ঘন্টায় করোন পরিস্থিতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। সবমিলিয়ে জেলায় এখন পর্যন্ত ২২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে শহরের ১৫৮ জন ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।