গত ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে আবুতোরাব-বডতাকিয়া রোড়ে ট্রাক চালকের অসাবধানতার কারণে ট্রাক খাদে পড়ে মারা যায় ৪৫ জন। এতে ৩৫ জনই আবুতোরাব উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সহ মোট ৪৪ জন শিক্ষার্থী। সাথে আরোন ১ নিহত সহ মোট নিহত ৪৫ জন।
তখন চলছিল সারা বাংলাদেশে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট। তারা সকলেই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নের সৈয়দ আলি এলাকায় আবুতোরাব বড়তাকিয়া রোড়ের পাশে খাদে ট্রাক উলটে পড়ে যায় । আজ মিরসরাই ট্রাজেডির ১০ম বছরে পাঁ রাখলো।
এ ঘটনা ছিল বিশ্বের আলাদা একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। যেখানে বাবা সন্তানকে হারায়, মা খোকা কে হারায়, মা-বাবা একমাত্র সন্তানকে হারায়, ভাই ভাইকে হারায়, বোন ভাইকে হারায়। তখন যে মিরসরাইয়ে কালো মেঘে অন্ধকার করে নেয়, সূর্য ক্ষুদার্থ ছিলো।
আজো মিরসরাইয়ে এ ব্যাথা ভুলতে পারে নাই, মুছতে পারে নাই সে সৃতি, পূর্ণ হয় নাই আজো সহপাঠীদের খেলার সাথী, খালি পড়ে আছে মা-বাবার বুক, খালি ভাইয়ের বোনের আদর।