ইতিহাসের পর রচিত হবে ইতিহাস। সব ইতিহাসই দুঃখ আর আনন্দের। তবে এমন কিছু ইতিহাস আছে যেগুলা ভুলার মতো না। যে ইতিহাস গুলো মনে পড়লে চোখে এসে যায় জ্বল, বুক হয়ে যায় ভারী। যে ইতিহাস গুলো ভুলতে বুক কেঁপে উঠে, পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তেমনই একটা দিন সামনের ১১ জুলাই। গায়ের লোম খাড়া হয়ে যায়।
চট্টগ্রামের মীরসরাইয়ে কোলে ভয়ে যাও সে ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড়ে মিরসরাই উপজেলার আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪৪ জন নিহত হয়। যার মধ্যেই বেশিরভাগই ছিল আবুতোরাব উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী। আর এর বাহিরে রয়েছে আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, আবু তোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের ছাত্র মারা যায়।
আগামীকাল ১১ জুলাইয়ে বিস্তারিত প্রকাশ করা হবে। সঙ্গে থাকুন খোশবাস বার্তার।