চট্টগ্রাম ক্লাবে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সহ-সভাপতি এসএম মোর্শেদ হোসেন ও কোষাধ্যক্ষ রেজাউল করিমের নিকট মাস্ক, পিপিই সহ ভিবিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় “লাভ ফর চট্টগ্রাম” ক্লাবটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক এসএম আবু তৈয়ব, ব্যবসায়ী আবুল বাশার, চট্টগ্রামে রাশিয়ার কনস্যুলেট জেনারেল স্থপতি আশিক ইমরান, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম খসরু, স্থপতি ফরুক আহমেদ, শেখ জোবায়েদ হোসেইন ও আতাউল হাকিম খসরু।
উক্ত অনুষ্ঠানে “লাভ ফর চট্টগ্রাম” এর পক্ষ থেকে এসএম আবু তৈয়ব বর্ণনা করে বলেন, “এ বিপর্যয় সম্বন্ধে আমাদের কারওই ধারণা ছিল না। তাই যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইন ফাইটারদের কিভাবে সাহায্য করতে হবে তাও ছিল অজানা। অন্যদিকে সবদিক থেকেই চট্টগ্রাম আজ পিছিয়ে পড়ছে। তাই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের এসব সম্মিলিত প্রচেষ্টা ফ্রন্টলাইন যোদ্ধাদের সাহায্যের মাধ্যমে নগরবাসীর জীবন বাঁচিয়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।”
এদিকে লাভ ফর চট্টগ্রাম’র অন্যতম উদ্যোক্তা পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামবাসীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ক্লাবটির বিতরণ সামগ্রীর মধ্যে ছিলো দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক এবং পিপিই।
আরো জানা যায় সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও বিভিন্ন চিকিৎসাসামগ্রী দেয়া হয়েছিল।