গতকাল ৪জুলাই ২০২০ এ, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এক প্রকৌশলী যুবক গ্রেফতার করেন স্থানী গোয়েন্দা পুলিশ। তারা জানান ছেলেটার নাম মোহাম্মদ মুক্তাদির(২৪)। মোহাম্মদ মুক্তাদির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা। আর সীতাকুণ্ডে সে একটি বেসরকারি ঢাকার একটা কোম্পানিতে চুক্তিভিত্তিক কাজ করেন।
এদিকে গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তাদির বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা প্রকৌশলে পাস করেছে। সে সীতাকুণ্ডে চাকরি নেয়ার পর চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন স্কুল-কলেজ এবং শপিংমলে তার সাথে বিশেষ সফটওয়্যার সম্বলিত মোবাইল ফোন নিয়ে ঘুরতেন এবং ভিডিও করতেন বলে অভিযোগ।
পুলিশ সদস্যরা আরো জানান, মুক্তাদির ফেসবুকে একটা গ্রুপ আছে। যার নাম ছিল “টপফ্যান আড্ডা”। যেখানে প্রায় সব ভিডিও বিকৃত করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব কিছু ভাইরাল এবং আলোচনায় আশার পর গ্রেফতার হন মোহাম্মদ মুক্তাদির।
মুক্তাদির কাছ থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করা হয়। এবং সে সাথে ৩০০ টারও বেশি বিকৃত ভিডিও পাওয়া যায়। তার বিরুদ্ধ পাঁচলাইশ থানায় পর্নগ্রাফি আইনে একটি মামলা হয়।