আগামী এক বছরের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়। যা অনুমোদন দেয় কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদ।
গত ২২ জুন ২০২০-এ সোমবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রায়হান হামিদ রকি। আর এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইকরামুল হাসান।
কার্য নির্বাহী পরিষদের সভাপতি আদনান আবির ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাসির উদ্দিন ভুঁইয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী ছাত্র পরিষদের নতুন কমিটির কার্য নির্বাহী পরিষদের সাক্ষরিত ১০ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যরা হলেন, (০১) সভাপতি রায়হান হামিদ রকি, (০২) সহ-সভাপতি জিয়াউল হাসনাত রিপন, (৩) সহ- সভাপতি প্রমির আহমেদ শাওন,(০৪) সাধারণ সম্পাদক মো।ইকরামুল হাসান, (০৫) যুগ্ম সম্পাদক নাবিদুর রহমান রোহান,(০৬) মো. তারেক হোসেন, (০৭)সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হোসেন,(০৮) শামসুদ্দিন ইসলাম, (০৯)দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম, (১০)প্রচার ও প্রকাশনা সম্পাদক মো, আব্দুল আল নোমান।
এদিকে নতুন নির্বাচিত সভাপতি রায়হান হামিদ রকি নিজের বক্তব্যতে জানান, আমার উপর অর্পিত দায়ীত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সাধ্যমত চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে এ কমিটি এগিয়ে নিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হতে পারে না। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের পথচলা আরো বেগভান হবে।