চট্টগ্রামের মীরসরাইয় থানা থেকে সীতাকুণ্ড বাসিন্দা এক ডাকাত অস্ত্র সহ গ্রেফতার। যার নামে একাধিক মামলা রয়েছে সীতাকুন্ড থানায়।
গতকাল ২১ জুন ২০২০-এ চট্টগ্রামে মীরসরাইয়ে, মীরসরাই থানা পুলিশ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে মীরসরাই থানা পুলিশ ১ ডাকাত গ্রেফতার করেন। ডাকাতের সাথে অস্ত্র ও ছিলা যা বর্তমানে পুলিশের আওতায় আছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।
এদিকে ডাকাত গ্রেফতার বিষয়ে মীরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) মোজাহিদুল ইসলাম বর্ণনা করে জানান যে, চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকা ডাকাতের শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। তার নামে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে। যা (০১) ২ টি ডাকাতি, (০২) ২ টি চাঁদাবাজি,(০৩) ১ টি হত্যা এবং(০৪) ১টি মারামারি সহ মোট ৬ টি মামলা।
তিনি আরো বলেন, গ্রেফতার হওয়া ডাকাত থেকে ১টি সচল পিস্তল, একরাউন্ড গুলি আর ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ডাকাতের পরিচয় জানা যায়, নাম নূর মোহাম্মদ (নূর ডাকাত), বয়স ৩২। সীতাকুণ্ড উপজেলার স্থানীয় বসবাসকারী সে।
নুর ডাকাতের নামে থানায় নিয়মিত অস্ত্র মামলা করা হয় এবং পরে আইনগত ভাবে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।