গত ১৯ জুন ২০২০ এ চট্টগ্রামে মীরসরাই উপজেলায় মিঠাছাড়া থেকে বামন সুন্দর দচরোগার হাট এলাকায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। যার পরিচয় জানা যায়, নুরনবী (৩৫)। মীরসরাই থানা পুলিশ তাকে বামন সুন্দর দারোগার হাট এলাকার ফারুকের পুকুর পাড় হইতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। নুরনবীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়।