গত ১৭ জুন ২০২০-এ চট্টগ্রামের মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের উদ্যোগে ২০ জন অসহায় ও দুস্থ মহিলাদের নিকট সেলাই মেশিন বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর, যেখানে সভাপতিত্ব করে মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। এবং ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া এবং মিহির কান্তি নাথ। উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা রাখেন নুরুল গনি, তোফায়েল উল্ল্যা চৌধুরীর (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), মহিউদ্দিন চৌধুরীর (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আরিফ মাঈনুদ্দীন, সাইফুল ইসলাম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা নূর হোসেন, মফিজ মাস্টার, আব্দুল্লাহ আল হালিম মাস্টার, আবু মোস্তফা কামাল চৌধুরী, নুরুল আবছার, এবং মাস্টার তুসার প্রমুখ।