গতকাল ১৭ জুন ২০২০-এ চট্টগ্রামের মিরসরাইয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরো তিনজন। যাদের ২ জন পুরুষ এবং ১ জন নারী। পুরুষ ২ জনের ১ জন পুলিশ সদস্য এবং অন্য পুরুষের পরিচয় জানা যায়নি তবে আক্রান্ত নারী বর্তমানে ঢাকায় অবস্থান করেছেন, উনার বাড়ি মিরসরাই তে। আক্রান্তদের বয়স যথাক্রমে ৩৭, ৬৭ এবং ২৫।
গতকাল বিআইটিআইডি থেকে প্রাপ্ত ০৬ জনের রিপোর্টের মধ্যে ০৩ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে এবং বাকী ৩ জন পজিটিভ।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান বর্ণনা করেন, গত ১৩ জুন এদের সকলে নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ জুন তাদের রিপোর্ট আসে।তাদের মধ্যে ৩ জন করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সে জন্য আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে থাকতে হবে, এবং তারা বর্তমানে অবস্থান করতেছেই।
এপর্যন্ত মিরসরাইয়ে মোট আক্রান্ত আগের ৩৯ এবং এ ৩ জন সহ মোট ৪২ জন করোনা ভাইরাস পজিটিভ। আক্রান্তের মধ্যে ২ জন করোনা ভাইরাস মারা যায়, তবে তারা কেউই মিরসরাইয়ে স্থানীয় বসবাসকারী না। চাকুরী সূত্রে অবস্থান করছিলো তারা।