আজ ১৭ জুন ২০২০ ভোরে ৬ টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতেই মৃত্যু বরণ করেন ওই হাসপাতালেরই চিকিৎসক সিনিয়র মেডিকেল অফিসার ডা. নুরুল হক (৪৪) ।
ওই রেজিস্ট্রার ডা. মো নূর নবী জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ডা. নুরুল হক ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। তার যত শ্বাসকষ্ট বাড়তেছে ততই কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এভাবে একপর্যায়ে তার অক্সিজেন সেচুরেশন কমতে থাকলে তাকে তাড়াতাড়ি আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউতে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া হয় কিন্তু তাতেও তার অবস্থা উন্নতি না হলে সেই রাতেই ভেন্টিলেটর সার্পোট এবং অন্যান্য ওষুধ দিয়ে চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কোনো উন্নতি হয় নাই।
করোনা ভাইরাস সন্দেহ তার নমুনা নেওয়া হয় পরিক্ষার জন্য। তবে এখনো ফল পাওয়া যায় নাই।
ডা. নুরুল হকের পরিচয় জানা যায়, সে কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারপর থেকেই তিনি মেট্রোপলিটন হাসপাতালের সাথেই ছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নিজের কর্মস্থল মেট্রোপলিটন হাসপাতালে নুরুল হকের প্রথম জানাজা হয় এবং দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।