আজ ১৬ই জুন ২০২০-এ চট্টগ্রামের মিরসরাই থানার অন্তর্ভুক্ত আবুতোরাব বাজার এলাকায় আবু হানিফ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেন মিরসরাই থানা পুলিশ। আবু হানিফ ছিলেন একজন মাদক ব্যবসায়ি। তাকে আজ মোঙ্গল বার দুপুরে, গোপন সংবাদের মাধ্যমে ২০ লিটার বাংলা মদ সহ গ্রেফতার করা হয় । আবু হানিফ এর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়।
এ সম্পর্কে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান পিপিএম বর্ণনা করেন, মাদক দ্রব্য নির্মূলে মিরসরাই থানা পুলিশ বদ্ধপরিকর এবং মাদকের বেপারে মিরসরাই থানা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স বলে জানান। এতে তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মিরসরাই থানা পুলিশ মিরসরাই এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হয়।। এতে আরো বললেন, মাদক ক্রেতা এবং বিক্রেতা উভয় কে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হবে । মাদকের বেপারে কাওকে ছাড় দেওয়া হবে না ।