1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

মীরসরাইয়ে ১০ পুলিশ সহ করোনা আক্রান্ত ১২ জন

সাহেজুল ইসলাম | চট্টগ্রাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১১৭০ বার পঠিত

উত্তর চট্টগ্রামে মিরসরাই থানার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ পুলিশ সদস্য সহ মোট নতুন আক্রান্ত ১২ জন।

আজ ১৬ই জুন ২০২০-এ চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন করে ১২ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য, ১ জন ইসলামি ব্যাংক এর কর্মকর্তা এবং অন্য আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। এদের সবাই পুরুষ এবং তাদের বয়স যথাক্রমে, ৩৯, ৩৮, ২৬, ২৬, ২৩, ২৩, ৪৬, ৪৮, ২৯, ২৭, ৪৮ এবং ৪২ বছর।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সূত্রে জানা যায় মোট ২৩ জনের রিপোর্টের মধ্যে ১১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে এবং ১২ জন পজিটিভ আসে। এরইমধ্যে ডা. মিজানুর রহমানের রিপোর্টও নেগেটিভ আসে যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন৷
ডা. মিজানুর রহমান থেকে জানা যায় রিপোর্ট পরিক্ষার পর থেকে এরা হোম কোয়ারেন্টাইন এ ছিলেন, তবে এখন আক্রান্ত হওয়ার পর তাদের সবাইকে হোম আইসোলেশনে থাকতে হবে।
এ নিয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজ উদ্দিন আক্রান্তদের বিষয়ে বর্ণনা করে জানান আক্রান্ত ১২ জন পুলিশ সদস্যের মধ্যে ৮ জন পুলিশ সদস্য জোরারগঞ্জ থানার। পুলিশ সদস্য আক্রান্ত ব্যক্তিদের সকলেই এতোদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে তারা সকলেই ‘হোম আইসোলেশন’ থাকবেন বলে নিশ্চিত করেন।
উপজেলা সাস্থ্য সূত্রে জানা যায় নতুন আক্রান্ত ১২ জন সহ মোট ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখানে সকলেই মিরসরাই উপজেলার। এর মধ্যে দুজন মারা যায়,তবে তারা মিরসরাইতে চাকুরী সূত্রে অবস্থানরত।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417