গতকাল ১৫ জুন ২০২০-এ চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় আলাদা আলাদা দুই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। এদের একজন মোহাম্মদ দেলোয়ার। তিনি প্রশান্তি আবাসিক এলাকার বাসিন্দা। মোহাম্মদ দেলোয়ার সীতাকুণ্ডের মাদামবিবির হাট আছাদী ষ্টীল (শিপ ব্রেকিং ইয়ার্ডের) সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সকালে ঘরে থেকে বের হয়ে আসার সময় চট্টগ্রাম প্রবেশ মুখ সিটি গেইট এলাকায় এক লড়ির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।
অন্য দিকে অন্য জন মোহাম্মদ এমদাদ (২৭)। নিহত মোহাম্মদ এমদাদ কেডিএস লজিস্টিক লিমিটেডের আওতাধীন লোডস্টার কোম্পানির সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ এমদাদ এর মৃত্যু ঘটে সোমবার ভোর ৪টার সময়। সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায়।