RAB-7, সংবাদ সম্মেলনে করে জানান। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে সীতাকুণ্ডের রহমতপুর উত্তর সোনারপাড়াস্থ কেওয়াই স্টীল মিলসের পূর্ব পার্শ্বে চট্টগ্রাম-ঢাকামুখী ৫৩ নম্বর রেলওয়ে ব্রিজের উপর ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান করছিলো। ৯ই জুন প্রায় রাত ১০টা RAB-7 সদস্য অভিযান করে এবং ডাকাতরা তাদের অবস্থান জানতে পেরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়।
সে সময়ে তাদের দেহ তল্লাশি করে ৩ টা ওয়ানশুটারগান, ৭ রাউন্ডের গুলিসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র পাওয়া যায়।
ডাকাতরা হলো, বারবকুণ্ডের আবু তালেবের ছেলে ইমাম হোসেন (২০), একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইকবাল হোসেন (গ্রেপ্তার ইকবাল হোসেনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে) (২৫) ও ফকিরহাটের মৃত খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২২)।
তারা আরো শিকার করেন, বিভিন্ন মামলায় পলাতক আসামীসহ তারা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও হাইওয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য।