স্থানীয় সূত্র হতে জানা যায়, পটিয়া, জোরারগঞ্জ এবং মীরসরাই এলাকায় একটি চোর চক্র এতোদিন যাবত পুলিশকে ফাঁকি দিয়ে গরু চুরি করতো। এরা প্রোয়োজনে গ্রীলকাটার দিয়ে তালা কেটে মিনি ট্রাকে গরু বহন করে চুরি করতো। এবং বিভিন্ন মাধ্যম ব্যাবহার করা গরু গুলো চট্টগ্রাম শহরে বিক্রি করে দিত। এতে স্থানীয় কৃষকরা হচ্ছিল সর্বশান্ত।
অবশেষে গত ০৮ মে রাতে চট্টগ্রামের মিরসারাইয়ের বামন সুন্দর দারোগার হাট এলাকা থেকে চুরি করতে গেলে হাতেনাতে আটক করে পুলিশ। মীরসরাই থানা পুলিশ ইনচার্জ জানান, চোর চক্রটি বেশ কিছুদিন ধরে এধরনের অপকর্ম করে জাচ্ছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ৮ মে আনুমানিক ভোর ৩ টা ৩০ মিনিটে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা শিকার করে চক্রটি। তাদের পরিচয় জানা যায়, একজন জোরারগঞ্জ এলাকার নাজিম উদ্দীন নাজিম (২৭) অন্যজন চট্টগ্রাম শহরের নাসির উদ্দিন (৫২)। তাদের বিরুদ্ধে গরু চুরি সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।