ঘটনাক্রমে ধরা পড়েছে কুমিল্লা শহরের রাজবাড়ি কম্পাউন্ডের ৮ তলা ভবনে থাকা আক্রান্ত ব্যক্তির করোনা। তাঁর বোন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি। তিনি সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ কেমন হলো তা বুঝতে ২
মে সন্দেহভাজন তাঁর ভাইয়ের নমুনা সংগ্রহ করেন।আর তাতেই ধরা পড়ে তাঁর করোনা ভাইরাস।
এই ব্যক্তি গত জানুয়ারি মাসে মালদ্বীপ থেকে দেশে এসে সৌদী আরব যাওয়ার চেষ্টা করছিলেন। শেষ এক মাস ধরে তিনি কালিরবাজারে শশুরবাড়িতে ছিলেন। ৮ দিন আগে রাজবাড়ি কম্পাউন্ডে আসেন। তিনি বাজার করতেন রাজগঞ্জে । আশপাশে তাঁর যাতায়াত ছিলো।
আক্রান্ত ব্যক্তির স্ত্রী, দুই ছেলে ও ৭০ বছর বয়স্ক নারীর নমুনা নেওয়া হয়েছে। কালিরবাজারের শশুরবাড়ি লকডাউন করা হচ্ছে। রাজগঞ্জ বাজারের বিষয়ে করনীয় সিদ্ধান্ত আসতে পারে।
ধারনা করা হচ্ছে তিনি কালিরবাজার বা রাজগঞ্জ বাজারে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।
এ পরিস্থিতিতে আপনারা কিভাবে সতর্ক থাকবেন তা আপনারা নিজেরাই ঠিক করুন।