এই সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলামের সভাপতিত্বে বরুড়ার ব্যবসায়িক নেতা,রাজনৈতিক ব্যক্তি,উপজেলা প্রশাসন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী বরুড়া উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা নির্দেশ জারি করা হয়। বরুড়া বাজারে লোড আনলোড কৃত ট্রান্সপোর্ট, ট্রাক সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বরুড়া বাজারে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক সিএনজি স্ট্যান্ডে ৪টির বেশি সিএনজি রাখা যাবে না। বরুড়া বাজারের যানযট নিরসনে ওয়ান বাই ওয়ান রোড হিসেবে গাড়ি চলবে। বাস, সিএনজি ও অটোরিকশা জিরো পয়েন্টে থামানো যাবেনা।
পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী কে আহবায়ক করে বাজারের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী শনিবার থেকে বাজারে প্রশাসনের লোক মনিটরিং করবে। অনিয়ম দেখলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।
উক্ত সভায় দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট , পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন সহ অনেক ব্যাবসায়ী বক্তব্য রাখেন।
বরুড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, বরুড়া উপজেলার সকল ফার্মেসী সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করতে হবে।