স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভার অনুষ্ঠান আয়োজন করে, বিপি দিবস।
উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানেঃ-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী
কলেজ পরিদর্শক, কুমিল্লা শিক্ষাবোর্ড ও সহ-সভাপতি, কুমিল্লা জেলা রোভার।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব
অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার
কমিশনার, কুমিল্লা জেলা রোভার।
বিশেষ অতিথি
জনাব মোঃ শরিফুল ইসলাম
অধ্যক্ষ, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় ও গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি, কুমিল্লা জেলা রোভার।
সভাপতি
জনাব মাসুক আলতাফ চৌধুরী
সহ-সভাপতি, কুমিল্লা জেলা রোভার।
মঙ্গলবার বিকেল ৩ টায় কুমিল্লা অজুতগুহ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা রোভারের ১০ ইউনিট অংশগ্রহণ করে।
জেলা রোভার এর সম্পাদক অধ্যাপক মাইনুদ্দিন খন্দকার স্বাগতঃ ও অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ সহকারী কমিশনার মোস্তাক আহমেদ কলেজের পক্ষে ধন্যবাদ জানান। ডিআরএসএল অধ্যাপক দিদারুল হক রিমন অনুষ্ঠান সমন্বয় করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী রোভারদের পুরস্কৃত করা হয়।
বিভিন্ন কলেজের আরএসএল, অজিত গুহ কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক রোভারের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।
অজিত গুহ কলেজ এ আয়োজনে বিশেষ সহযোগিতা করায় জেলা রোভার এর পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।