বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল ভিবাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে গতবছরের অক্টোবর মাসের ৬ দিবাগত রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরেরদিন আবরার ফাহাদের পিতা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ ২১ জনকে গ্রেফতার করেন।গত ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান আদালতে একটা অভিযোগ পত্র জমা দেন, যেখানে আসামি হয় ২৫ জন।
এ মামলায় গত বুধবার ঢাকার এক নম্বর ট্রাইবুনাল এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের প্রস্তাবনার পর ১৪ আসামির অব্যহিতর আবেদন শুনানি হয়।
এরপরের বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ঠিক করেন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল, এহসানুল হক সমাজি এবং আবু আব্দুল্লাহ ভুঁইয়া।