মহামারী করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা যখনই নেওয়া হবে তার আগে অবশ্যই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে কোনোরকম গুজব ছড়াতে বা গুজবে বিশ্বাস না করার আহবান করেছেন শিক্ষা সচিব। তিনি আরো বলেন, এইসএসসি পরিক্ষা হচ্ছে একটি পাবলিক পরিক্ষা। যার সঙ্গে বিপুল পরিমাণ শিক্ষার্থীর জীবন। এবং মাননীয় শিক্ষা মন্ত্রী বলেছেন পরিক্ষার পূর্বে দুই সপ্তাহের নোটিশ দিয়ে জানানো হবে। প্রয়োজনে সাস্থ নিয়ম মেনে পরিক্ষা সেন্টার বাড়িয়ে পরিক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কাছাকাছি সময়ে গিয়ে তখন সিদ্ধান্ত ঘোষণা করা হবে এবং ২৫ তারিখের পরে আমরা এক সময় ঘোষণা করবেন।