আজ ১৯ জুলাই বরুড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক ডাঃ জি এম মহিউদ্দিন কে আরিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেন।
অত্র বিদ্যালয়ে সভাপতি হওয়ার জন্য ডাঃ জি এম মহিউদ্দিনের সাথে প্রতিপক্ষ ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশান অফিসার মোঃ আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান শাহ আলমের ছোট ভাই মোঃ মিলন মিয়া। আইনিজটিলতায় মোঃ আকতার হোসেন ও মোঃ মিলন মিয়ার সভাপতি হওয়া সমস্যা দেখা দেওয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ডাঃ মহিউদ্দিন কে সাপোর্ট দিয়ে সভাপতি নির্বাচিত করেন।
ডাঃ জি এম মহিউদ্দিন খোশবাস বার্তাকে বলেন, আমি আমার সাধ্যমতো আরিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কে সাঁজিয়ে তুলব এবং শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করব।