বর্তমান বিশ্বের ভয় করোনা ভাইরাসের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলতি ছুটি বাড়িয়ে ৬ আগষ্ট পর্যন্ত করলো।
আজ ১৫ই জুন ২০২০-এ বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য দেন।
মহামারী করোনা ভাইরাসের কারণে গত ১৭ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়৷ আর প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক স্তরে টিভিটে ভিবিন্ন ভাগে ভাগ করে ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
আর ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৬৬ দিনের ছুটি শেষে সীমিত পরিসরে ভিবিন্ন অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হয়। পরবর্তীতে ১লা জুন শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে এটাও বলে হয়েছে, অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে না আসার জন্য বিশেষ ভাবে নিষেধ করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে চলতি বছরের স্থগিত করা হয়ে এইচএসসি বা সমমানের পরিক্ষা। অন্য দিকে এসএসসি পরিক্ষার ফলাফল ঘোষণা হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ভর্তি কার্যক্রম।