নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী জানান, মালিকরা প্রায়ই ভাড়ার জন্য আমাদের ফোন করে। অনেক শিক্ষার্থী কিছু টাকা মওকুফ করতে অনুরোধ করলেও তাতে কান দিচ্ছেন না তারা। এই করোনা সংকটকালে আমাদের আর্থিক অবস্থাও করুণ হয়ে পড়েছে। অনেক মালিকরা ভাড়া আদায়ের জন্য মারধর এর হুমকি দিচ্ছে।
কলেজের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী ভাড়া বাসা নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন, বাড়িওয়ালা অনেক চাপ দিচ্ছেন। বাসা ভাড়া বিন্দুমাত্র ছাড় দেন নাই। রুম ছেড়ে দিতে বলছেন।
অনেক শিক্ষার্থী টিউশন বা খণ্ডকালীন চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালান। কিন্তু করোনা মহামারিতে এসব শিক্ষার্থী বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিড়ম্বনায় পড়ছেন অনেক শিক্ষার্থী।
উত্তর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের আওতাধিন তিতুমীর কলেজে। এই ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির বলেন, ‘এমন কোনো খবর শুনতে পাইনি। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের সহযোগিতা করা হবে।’