ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিভাগের ছাত্র ‘মাহামুদুল হাসান মুন্না’ হঠাৎ ব্রেইন স্ট্রোক হয়ে হসপিটলাইজড। তার এই করুন অবস্থার উত্তরণের জন্য তাকে আকড়ে ধরে আছে তার সহপাঠী বন্ধুরা। বন্ধুকে বাঁচাবে বলে নেমেছে এই লড়াইয়ে, এক সাথে পথ চলার লড়াই।
এমনই এক বন্ধুর ফেইসবুক স্ট্যটাস তুলে ধরা হলঃ
আপনাদের সবাইকে গভীর দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, আমার বন্ধু এবং আমাদের ৪৯ ব্যচের “এ” সেকশনের ‘মাহামুদুল হাসান মুন্না’ হঠাৎ ব্রেইন স্ট্রোক করার করণে, পহেলা মে থেকে আই সি ইউ তে রাখা হয়েছে। সে এখন তার বাড়ী সিরাজগঞ্জ এ খাঁজা ইউনুস আালী হাসপাতালে আছে। তার ব্রেইন ইনজুরির কারনে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। অতঃপর ৩ দিন পর তার অবস্থার সীমিত উন্নতি হলেও, এখনো সে এতটায় কঠিন সময় পার করতেছে যে তাকে এখনো আই সি ইউ তে সেবা দিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের সহপাঠী ভলো হয়ে যায়। এমতাবস্থায় আই সি ইউ তে তার চিকিৎসার ব্যয় বহন করতে প্রতিদিন ৪০,০০০+ টাকা লাগছে। তার পরিবারের আর্থিক অবস্থা খুব বেশি উন্নত না হওয়ায় খরচ বহন করা খুব কষ্ট সাধ্য হয়ে পরেছে। তাই যদি আপনারা সবাই আমাদের এই বন্ধুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাহলে একটা প্রান খুব সহজেই আমরা বাঁচাতে পারি ইনশাআল্লাহ। এই লকডাউনের সময়ে গভীর বেদনার সাথে বলতেছি যে, আমাদের একজন সহপাঠীর পাশে দাড়ানোর জন্য। দয়া করে সবাই, যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করার চেষ্টা করুন।