1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:২০ অপরাহ্ন
খোশবাস বার্তা

বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বরুড়া উপজেলার উদ্যোগে বরুড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যা রাতে কুমিল্লা বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলের একটি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া জামায়াতের ইসলামের মিডিয়া সঞ্চালক মো. হারিস এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বরুড়া ৮ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সাংসদ প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল, জামায়াত ইসলামী বরুড়া উপজেলার সাবেক আমির মাস্টার মোঃ শফিউল্লাহ, জামায়াত নেতা মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে।

তিনি বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে প্রতিহিংসার রাজনীতি করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাবে। বরুড়া উপজেলার ধনীস্বর গ্রামে আমার জন্ম এবং বেড়ে উঠাও বরুড়া। বরুড়ার মানুষের জন্য কাজ করতে চাই আজ আমার সাংবাদিক বন্ধুরা আমার আহবানে আজকের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন তেমনি ভবিষ্যতেও আপনাদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করছি।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417