কুমিল্লার চান্দিনায় ফাঐ একাদশ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট কোয়াটার ফাইনাল সম্পন্ন হয়েছে। এতে মেহের ফুটবল একাদশকে ৪-০২ গোলে হারিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে খোশবাস নবজাগরণ ফুটবল ক্লাব।
রবিবার (২৪নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলাধীন ফাঐ এ,এম,এফ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
উচ্ছ্বসিত খোশবাস নবজাগরণ ক্লাবের কয়েকজন সদস্য খোশবাস বার্তাকে জানান, সব সময় খোশবাস এলাকার সুনাম বয়ে আনার জন্য আমাদের ক্লাবটি ফুটবল খেলে থাকে। ফাঐ মাঠে প্রতি বছর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অনেক বড় বড় ফুটবল টিম অংশগ্রহণ করে থাকে। এই মাঠে বিভিন্ন সময় নাইজেরিয়ার খেলোয়ারও আসে। তাই প্রতি বছর এই মাঠে খোশবাস নবজাগরণ ক্লাব অংশগ্রহণ করে থাকে,আমাদের বিশ্বাস সেমিফাইনাল শেষ করে আমরা ফাইনাল খেলে জয়ী হয়ে বাড়ি ফিরব।
ইলাশপুর গ্রামের মাসুম বলেন, আমাদের এলাকার ছেলেরা এত ভালো ফুটবল খেলে তাদের কে আর্থিক সহযোগিতা করে তৈরী করলে তারা এই এলাকার অনেক সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ!