1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
খোশবাস বার্তা

বাবার তুলনায় মায়েরাই বেশি সন্তানের জন্য উদগ্রীব থাকেন ‘ শফিউদ্দিন শামীম এমপি

ইউনুছ খান
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

কুমিল্লার বরুড়ায় শিক্ষার মান উন্নয়নে আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১.০০ টায় বরুড়ার আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  হয়।

শিক্ষিত জাতি গঠনে বাবাদের তুলনায় মায়ের ভূমিকা কি? মায়েরা সন্তানদের প্রতি কি রকম নজর রাখা জরুরী? এবং শিক্ষকদের ভূমিকা সহ নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য নিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি।
তিনি বলেন- শিক্ষা ব্যবস্থায় আগের মত সম্মানজনক অবস্থাটা এখন নেই! কিছুদিন আগে নজরে এসেছে এক শিক্ষার্থী এক শিক্ষককে থাপ্পড় মেরেছে,এইটা যে কত গর্হিত কাজ আর এইটা যে কত দু:খজনক। শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলব- স্কুলের ভালো ফলাফল করার জন্য আপনি অথবা আপনার মাধ্যমে আপনার প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে নকল সরবরাহ করেন এই যে কাজটি আপনারা করছেন এই কাজের ফলেই কিন্তু আজকের সমাজে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অসৌজন্যমূলক সম্মানহানির মূল কারণ। নতুন যেই কারিকুলাম আসছে আপনারা শিক্ষকরা কারিকুলাম ভালো ভাবে আত্মস্থ করে ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোনিবেশ করবেন। ছাত্রছাত্রীদের মধ্যে ভালো লিডারশীপ তৈরী করার ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের ছেলেমেয়েরা সব সময় ভালোভাবে পড়াশোনা করছে কিনা সেদিকে খেয়াল রাখবেন যারা ফলাফল করবে তাদের কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লাইনে পড়াবেন আর যারা দূর্বল পড়াশোনায় অমনোযোগী তাদের কে প্রয়োজনে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন শিক্ষার কোন বিকল্প নেই।

এসময় স্কুলের পক্ষ থেকে বার্ষিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীকে নানান রকমের পুরস্কার বিতরণ করা হয়।

আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার,বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিনোয়ারা বেগম,বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুর জামান বাহাদুর প্রমুখ।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417