বরুড়া উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে কুমিল্লা -৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুলাই (শুক্রবার) বরুড়া উপজেলাধীন আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি।
সভায় শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি বলেন,বরুড়ার ক্লান্তিক্ষণে একটি গুণগত পরিবর্তন আনতে চাই আর এই গুণগত পরিবর্তনে আপনারা শিক্ষকরা সবচে বেশি সহায় শক্তি হিসেবে আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করি। আজকে দেখেন আপনারা যখন ছাত্র ছিলেন আপনারা শিক্ষকদের সাথে কি ভাবে ব্যবহার করেছেন আর আজকে আপনাদের ছাত্ররা কি ব্যবহার করছে এর মধ্যে বিস্তার ফারাক, এর মূল কারণ হচ্ছে আমরা শিক্ষকরা যে কাজটি দরকার সেই কাজটি করিনা আমরা সুবিধা দেই নকল করার জন্য যে সুবিধা দেই আমরা নকল করার জন্য কেন আপনাকে সম্মান দিবে এইটা আপনি কখনো আশা করতে পারেন না! প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাঁর নিজের কাজটি যদি, আমরা মুসলমান সে শব্দ দিয়ে যদি বলি তাঁর ইমানি দায়িত্ব নিয়ে যদি লেখাপড়ার কাজটি করে তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে, আপনারা চাকরি করে যে বেতন পান সেই বেতনটি হালাল করতে হবে,এইটা হালাল করা প্রয়োজন। মুসলমান হিসেবে আমাদের জবাবদিহি করতেই হবে, যে জবাদিহিতার জন্য আমরা যা ইনকাম করি তা হালাল করতে হবে। এই বরুড়া টাকে আপনারা শিক্ষা ব্যবস্থায় বদলাইয়া দেন এই বদলানোর জন্য আমি আপনাদের সাথে থাকব। আপনাদের সুবিধার কথা আমি সংসদে উপস্থাপন করব, মাননীয় প্রধানমন্ত্রীর যেই রূপকল্প আছে এই রূপকল্পে একদিন দেখবেন প্রত্যেকটি মাধ্যমিক স্কুল সরকারি হয়ে যাবে এবং আরো অনেক সুযোগ সুবিধা বাড়বে। বরুড়া উপজেলায় ৪৮ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে,আমার একটা ভিশন আছে আপনারা যাতে নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী আপনারা নিজেদের কে যেন তৈরী করতে পারেন এবং সেই ভাবে আপনারা যেন ছাত্রছাত্রীদের কেও শিক্ষা দিতে পারেন এই জন্য আমাদের দিক থেকে আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে এবং আমি বুয়েটের সাবেক শিক্ষক ড. দেলোয়ার হোসেন কে দিয়ে একটি টিম গঠন করব আপনাদের সুবিধার জন্য। সব কিছু সরকার ডিজিটাল পদ্ধতি করছে এবং বরুড়া হবে শিক্ষায়-দীক্ষায় স্মার্ট উপজেলা।আগামীতে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জর করতে পারে সে জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকদেরকেও সতর্ক থাকতে হবে।
একবাড়িয়া হাফিজ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধর্ম মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম শফিউদ্দিন (শামীম), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভুঁইয়া (কামাল), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনোয়ারা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান (বাহাদুর), আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান লিমন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আড্ডা উম্মেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ প্রমুখ।
পরে ৮০০ জন শিক্ষকের হাতে দুপুরের লাঞ্চ তুলে দেন এ জেড এম শফিউদ্দিন (শামীম) এমপি।