আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
সকাল ১০.০০টায় খোশবাস উত্তর ইউনিয়নের রামমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, সকাল ১০.৩০ মিনিটে হরিপুর বাজার থেকে কালিবাজার জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন , বেলা ১১.৩০ বৈচাপুকুরিয়া সংগলগ্ন আড্ডা বাজার টু কচুয়া সড়ক উন্নয়ন ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২.০০ টায় লগ্নসার পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২.৩০ মিনিট সময়ে বরুড়া জিসি থেকে সিংগুর মহিদপুর সড়কের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের উদ্বোধন, বিকেল ৩.৩০ মমতাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন সহ অশ্বদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বিকেল ৪.৩০ মিনিটে সামাজিক সংগঠন অশ্বদিয়া উন্নয়ন সংস্থা কর্তৃক শিক্ষা বৃত্তি ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।
তিনি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সহ উপজেলা আওয়ামীলীগের সর্বস্থরের নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে এমপির সঙ্গে ছিলেন- বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদ লতিফ ভূঁইয়া কামাল, বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।