কুমিল্লার বরুড়ায় মাদ্রাসা ছাত্র মোঃ ইব্রাহিম খলিল(৮) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মৃত দেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলাধীন (পাঠান পাড়া) এলাকার প্রবাসী মোঃ মাসুদ মিয়ার আট বছরের ছেলে তিন দিন যাবৎ নিখোঁজ। আজ ৬ সেপ্টেম্বর সকাল ১০.০০ টার সময় একই উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ফরিদ ব্রিকসের পূর্ব দিকে এগারগ্রাম গ্রামের বেতুয়া বাড়ি সংলগ্ন কৃষি জমির মাঠে স্থানীয় মকবুল আহমদ নামের এক ব্যক্তি একটি মানুষের হাত দেখতে পেয়ে এলাকার স্থানীয়দের জানালে তারা দ্রুত বরুড়া থানা পুলিশ কে খবর দেয়, বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে হতভাগ্য শিশুটির লাশ উদ্ধার করে। খবরটি চারদিকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে বরুড়ার (পাঠান পাড়ার) নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের পরিবারের লোকজন ও তার মা ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমের পড়নের সেলোয়ার দেখে ইব্রাহিম কে চিনতে পারেন মা।
ইব্রাহিম খলিলের লাশ প্রাথমিক ভাবে সনাক্তের পর কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম এরফানুল হক মারুফ ও বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।থানা সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল হত্যাকন্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।