1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

নতুন বই পেয়ে খুশি খোশবাস ইউনিয়নের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০৬৩ বার পঠিত

গত দুই বছর বই উৎসব এর আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল শিক্ষার্থীরা করোনার প্রাদুর্ভাবে। করোনা নিয়ন্ত্রণে আসায় আজ রোববার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ১৩নং খোশবাস সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গিয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে। তবে কোন কোন ক্লাসের বই স্কুলে না আসায় কিছু শিক্ষার্থীরা মন খারাপ করতে দেখা গিয়েছে।

সারা দেশে সব মিলিয়ে প্রায় চার কোটি শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে । বই বিতরণ উৎসবের আয়োজন শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এবার প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানো হচ্ছে। এনসিটিবির সূত্রমতে, গতকাল বিকেল পর্যন্ত প্রাথমিকে ৭ কোটি ৫০ হাজারের কিছু বেশি বই ছাপা হয়েছে। তবে ছাপার পর আনুষঙ্গিক কাজ শেষে উপজেলা পর্যায়ে গেছে ৬ কোটি ৭৭ লাখের বেশি বই। অন্যদিকে মাধ্যমিকে ১৯ কোটি ২২ লাখের বেশি বই ছাপা হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে গেছে ১৭ কোটি ৭৯ লাখের বেশি বই।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417