বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ১৩নং খোশবাস সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গিয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে। তবে কোন কোন ক্লাসের বই স্কুলে না আসায় কিছু শিক্ষার্থীরা মন খারাপ করতে দেখা গিয়েছে।
সারা দেশে সব মিলিয়ে প্রায় চার কোটি শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে । বই বিতরণ উৎসবের আয়োজন শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এবার প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানো হচ্ছে। এনসিটিবির সূত্রমতে, গতকাল বিকেল পর্যন্ত প্রাথমিকে ৭ কোটি ৫০ হাজারের কিছু বেশি বই ছাপা হয়েছে। তবে ছাপার পর আনুষঙ্গিক কাজ শেষে উপজেলা পর্যায়ে গেছে ৬ কোটি ৭৭ লাখের বেশি বই। অন্যদিকে মাধ্যমিকে ১৯ কোটি ২২ লাখের বেশি বই ছাপা হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে গেছে ১৭ কোটি ৭৯ লাখের বেশি বই।