বরুড়ার ৮৬টি পূজামন্ডপের মধ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে এস কিউ ফাউন্ডেশন ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর )বরুড়া নরসিংহদেব ও জগন্নাত দেব উপজেলা কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব বাবু মনীন্দ্র কিশোর মজুমদার উপস্থিত থেকে এ চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে এস কিউ ফাউন্ডেশন কর্তৃক ৮৬ পূজা মন্ডপে ৭৫০০/- টাকা করে মোট ৬ লক্ষ ৮৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আমরা সৌভাগ্যবান যে একজন দানবীর শফিউদ্দিন শামীম কে পেয়েছি। স্বামী বিবেকানন্দ বলেছেন,দিয়ে দিয়ে যাও ফিরে নাহি চাও’ শামীম সাহেব কে আল্লাহ দিছে তিনিও মানবতার সেবায় সাক্ষর রেখে যাচ্ছেন প্রতিনিয়ত।
তিনি আরও বলেন, শামীম সাহেব সুখে-দুঃখে সবসময় আমাদের বরুড়ার মানুষের পাশে ছায়ার মতো থাকেন। করোনাকালিন সময়ে এস কিউ গ্রুপের প্রতিষ্ঠিত ‘এস কিউ ফাউন্ডেশন’ অক্সিজেন সিলিন্ডার সহ প্রায় দুই কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।তাঁর এই মহৎকর্ম কে আমরা সব সময় স্বাগত জানাই।
চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মো. তোফায়েল হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্পত্তির দেশ বাংলাদেশ। আমরা এস কিউ ফাউন্ডেশন প্রতি বছর বরুড়া সনাতনধর্মালম্বীদের দূর্গাপূজা উৎসব কে রাঙিয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি।
এস কিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীম সাহেব সব সময় তিনি বরুড়ার মানুষের কথা ভেবে থাকেন কিন্তু তাঁর সময় সংকীর্ণতার কারণে আপনাদের সাথে হয়ত সরাসরি যোগাযোগ করতে পারেন না। তাঁর জন্য আপনারা দোয়া করবেন।
অনুষ্ঠানে আব্দুস সামাদ সাধারণ সম্পাদক বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, বাবু গোপাল চন্দ্র সাহা সভাপতি নরসিংহদেব ও জগন্নাথ দেব মন্দির বরুড়া, বাবু ডা. তপন ভৌমিক, সভাপতি বরুড়া পূজা উদযাপন পরিষদ, বাবু সুদর্শন ভদ্র সাধারণ সম্পাদক নরসিংহদেব ও জগন্নাথ দেব মন্দির বরুড়া, বাবু তপন বণিক সাধারণ সম্পাদক বরুড়া পূজা উদযাপন পরিষদ, বাহাদুজ্জামান বাহাদুর সাবেক মেয়র বরুড়া পৌরসভা। উপস্থিত ছিলেন।