উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিন্দ্র কিশোর মজুমদার যুগ্ন-সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল সভাপতি কুমিল্লা সাংস্কৃতিক জোট , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন বখতিয়ার বরুড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মীর রাসেদুজ্জামান , কুমিল্লার বাচিক শিল্পী ও ক্রিড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, মো. মিজানুর রহমান ভূঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাটখিল, সাবেক প্রধান শিক্ষক রফিকুল আলম পাটোয়ারী, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকরামুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মো. মাসুদ মজুমদার সহ প্রমুখ।
মো. জি এম ফারুক বাবলুর উপস্থাপনায় খোশবাস বার্তা সম্পাদক মো. ইউনুছ খান এর সভাপতিত্বে বেলা ১১.০০ ঘটিকার সময় আলোচনা সভা সহ ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রতিষ্ঠাবার্ষিকী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্মরণিকা প্রকাশ করা হয়।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সামিউল ইসলাম, ২য় স্থান অর্জন করেছে মো. আবু সায়িদ আগানগর ডিগ্রি কলেজ এর ছাত্র, ৩য় স্থান অর্জন করেছে ৪ জন তাদের মধ্যে সিয়াম খন্দকার কদবা তলাগ্রাম উচ্চ বিদ্যালয়, আনিসুর রহমান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, সামিয়া রহমান হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, সালেহ মাহমুদ হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়।