বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য ফরহাদ হোসেন।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর বরুড়া উপজেলা খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়। তৃণমুলের নেতাকর্মীদের ভোটে আমি বিজয়ী হই। কিন্তু ষড়যন্ত্র করে আমাকে বাদ দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়। এতে আমার এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন খোশবাস উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, সহ-সভাপতি ভবেন্দ্র গোস্বামী,খোশবাস উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা একে এম শাহজাহান, ৫নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল গণি।