1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

বরুড়ায় যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৯৬৬ বার পঠিত

কুমিল্লার বরুড়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার ১২ অক্টোবর বিকেল ৪.০০ টায় দৈনিক যায়যায় দিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মাসুদ মজুমদারের আয়োজনে বরুড়ার যায়যায়দিন পত্রিকার কার্যালয় এলাহি মেনশনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান

প্রফেসর মো. মাসুদ মজুমদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ন-সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, বিশেষ অতিথি, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুল ইসলাম।

সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ন-সচিব মনিন্দ্র কিশোর মজুমদার

উপজেলা ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, পৌর মেয়র মো. বখতিয়ার হোসেন (বক্তার), মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, পল্লী বিদুৎ এর ডিজিএম মোস্তফা জালাল উদ্দিন, বরুড়া প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম, খোশবাস বার্তা’র সম্পাদক ইউনুছ খান, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সলিল রঞ্জন, সেক্রেটারি মো. ইকরামুল ইসলাম, সাংবাদিক মো. শাহ আলম, স্টার টিভির পরিচালক রোটা. ওমর ফারুক, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান, সঞ্চালক আজহার সুমন সহ প্রমুখ।

উল্লেখ্য, স্বনামধন্য বাংলাদেশি সাংবাদিক শফিক রেহমান কর্তৃক ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত যায়যায়দিন সাপ্তাহিক হিসাবে যাত্রা শুরু করে। সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ। শুরুতে এটি সাপ্তাহিক যায়যায়দিন হিসেবে প্রকাশিত হয়ে আসছিল। উল্লেখ্য যে, এটি প্রথম বার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। সে সময় তেমন সাড়া না পাওয়ায় দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেয়া হয়। এরপর আবার ২০০৬ সালে নতুন আঙিকে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশ আরম্ভ হয়।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417