আজ ১ আগস্ট শোকাবহ আগস্টের প্রথম দিনেই তিনি খোশবাস উত্তর ইউনিয়নের সর্বসাধারণের জন্য ৩টি অক্সিজেন সিলিন্ডার বিকেল ৫.৩০ মিনিটে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খোশবাস উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মানিক, খোশবাস ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা ভবেন্দ্র গোস্বামী, একে,এম শাহজাহান, আলতাপ মাহমুদ রানা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোঃ বিল্লাল হোসেন সভাপতি খোশবাস ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ, জি এম ফারুক সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকলীগ, মোঃ রিয়াদ হোসেন সভাপতি খোশবাস ইউনিয় ছাত্রলীগ, হৃদয় হোসেন সাধারণ সম্পাদক খোশবাস ইউনিয়ন ছাত্রলীগ, আনোয়ার হোসেন মেম্বার ৬নং ওয়ার্ড , রাসেল আহমেদ যুগ্ন সাধারণ সম্পাদক খোশবাস ইউনিয়ন ছাত্রলীগ সহ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খোশবাস ইউনিয়নে যে কোন ওয়ার্ড গ্রামে অক্সিজেনের প্রয়োজন হলে এই নাম্বার গুলোর সাথে যোগাযোগ করবেন,
মো. জাকির হোসেন যুবলীগ সভাপতি- 01882288474
জসীম উদ্দিন সাধারণ সম্পাদক যুবলীগ – 01819501609
বিল্লাল হোসেন খোশবাস 01622970388
জি এম ফারুক,মস্কিপুর 01812930036
রিয়াদ হোসেন,খোশবাস 01814228294
হৃদয় হোসেন, কেমতলী 01835076153
রাসেল মাহমুদ, মস্কিপুর 01838743203
জালাল নাজমুল, নবীপুর 01827927193