আজ (১০জুলাই) দুপুর ১২.৩০ এ বরুড়া উপজেলার নির্বাহী অফিসার আনিসুল ইসলাম এর নিকট আলো পাঠাগারের সদস্যরা এই অর্থ হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ৩০ জুন বিকেলে এক ভয়াবহ টর্নেডোর আঘাতে চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামের প্রায় ২৫টি ঘরবাড়ি তছনছ হয়ে যায়, পরে উপজেলা নির্বাহী অফিসার আনিছুল ইসলাম এর নেতৃত্বে বরুড়ার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তাদের পাশে এগিয়ে আসে।