কুমিল্লা বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের চান্দিনা রোডের একটি ভাড়াটিয়া বাড়িতে সাখি আক্তার (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ ২৫ জুন রোজ শুক্রবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটেছে। জানাযায় সাখি আক্তার মোঃ দুলাল মিয়ার মেয়ে। বরুড়া হাজী নোয়াব আলী স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী।
আত্মহত্যার কারন জানতে চাইলে তার বড় বোন আখি আক্তার বলেন, “সে একটু মানসিক রোগী, সে ৬ মাস পূর্বে একবার বিষপান করেছেন।
কিছু নিয়ে রাগ হলেই সে মরে যাবে বলে পরিবারকে বলতেন।”
খবর পেয়ে বরুড়া থানা পুলিশের সাব- ইন্সপেক্টর মেহেদী হাসান এসে লাশের সুরুত হাল করে লাশ থানায় নিয়ে যায়।