ফয়সাল রবিবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কুমিল্লা আদর্শ সদর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহাবুব এই আদেশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ ইন্সপেক্টর সালাউদ্দিন আল মাহমুদ।
শুক্রবার (২১ মে) রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার হিউম্যান হাসপাতালের সামনে বরুড়ার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের উপর দলবল নিয়ে হামলা করেন কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ফয়সাল খান।
এসময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে আলী আকবর নামে আরও একজন আহত হন। ছিনিয়ে নেয়া হয় সঙ্গে থাকা মোটরসাইকেল, মোবাইল ফোন এবং টাকাপয়সাও। পরে হামলা ও মারধরের ঘটনায় চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।