আজ (৩০মে) সকাল ১১ঘটিকায় ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং (দঃ) খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আবু তাহের, শাখা ব্যবস্থাপক আল- আরাফা ইসলামী ব্যাংক, বরুড়া কুমিল্লা, এজেন্ট শাহ জালাল ও মোঃ জাবেদ বড়হরিপুর, বরুড়া, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া পৌর মেয়র বকতার হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক ভূঁইয়া, ৪নং দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, ৩নং উত্তর খোশবাস ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, হরিপুরের ওয়ার্ড মেম্বার মোঃ কামাল হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান ভূঁইয়া রতন, রাকিবুল হাসান রাকিব, কপিল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি শরিয়াহ কমপ্লায়েন্ট ব্যাংক, ২৭ সেপ্টেম্বর ১৯৯৫ এ প্রতিষ্ঠিত। ব্যাংকের শরিয়াহ কাউন্সিল ব্যাংকের কার্যক্রম শরিয়তের প্রয়োজনীয়তা পূরণের জন্য দায়বদ্ধ। সদর দফপ্তর মতিঝিলে অবস্থিত।
আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকের শাখার মাধ্যমে সেবাগ্রহীতাকে টাকা জমা করা, টাকা উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল পরিশোধ, হিসেব জানতে চাওয়া অথবা সরকারী সুবিধা গ্রহণ করা ইত্যাদি সুবিদা দিয়ে থাকে।