মঙ্গলবার (এপ্রিল ১৩) আরিফপুর বাজারস্থ ঈদ-গাঁ মাঠে করোনার সকল সাস্থবিধি মেনে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক, হালিম রেজা, সদস্য, মাঈন উদ্দীনসহ ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সভাপতি, ইদ্রিস তালুকদার, সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।
সংগঠনের সদস্য জুয়েল তালুকদার এক ফেইসবুক বার্তার মাধ্যমে খোশবাস বার্তা’কে জানান, “প্রায় ১২০ জন অসহায়ের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। একতা, সেবা, উন্নয়নের মূলনীতি ধারণ করে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত আরিফপুর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন। আর এরই ধারাবাহিকতায় দরিদ্র-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।”
তাছাড়া তিনি ধন্যবাদ জানান, “সেসকল প্রবাসীদের যাদের প্রচেষ্ঠায় এই মহান কার্য সাধিত হয়েছে।”
উল্লেখ্য, আরিফপুর প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। করোনা মহামারীর শুরু থেকে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজ করে আসছে।