বরুড়ার খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ রুবেল তার স্ত্রী ও সন্তানকে ঢাকায় খুন করেছে বলে খবর পাওয়া গেছে।
বর্তমানে রুবেল পলাতক আছে। তার স্ত্রী ও সন্তানের লাশ ইলাশপুর গ্রামে পৌঁছেছে বলে জানা গেছে।
রুবেলের এক নিকটাত্মীয় (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান রুবেল নেশাগ্রস্ত ছিল। তার পিতা মাতা শত চেষ্টা করেও তাকে এ পথ থেকে ফেরাতে পারেনি।
এ কারণে দীর্ঘ পাঁচ বছর আগে পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে রুবেল ঢাকায় চলে যায়। তারপর থেকে পিতা মাতা ও এলাকার সাথে যোগাযোগ রাখেনি। তবে রুবেল ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে বলে জানা গেছে। তার স্ত্রীর বেপরোয়া চলা ও পরোকিয়া প্রেমের কারণে দীর্ঘদিন মনোমালিন্য চলছিল বলে তিনি জানান।
তিনি বলেন রুবেল অন্যায় করে থাকলে অবশ্যই তার বিচার হওয়া দরকার। তবে তার নিরীহ পিতা-মাতা যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।